Weather Uodate: আজও কী বৃষ্টির ভ্রুকুটি রয়েছে বঙ্গে? জেনে নিন কী বলছে হাওয়া অফিস

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: গত কয়েকদিনের মতো আজও বৃষ্টি হতে পারে দখিনবঙ্গ সহ উত্তরবঙ্গেও। বুধবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,’এদিনও সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।’

পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বেশ কিছু জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান ও বীরভূম এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারের মতো জেলাগুলি ভিজতে পারে বৃষ্টিতে।

এদিন কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। অন্যদিকে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।

এদিকে গত বৃহস্পতিবারের রেকর্ড হারে বৃষ্টিতে কলকাতা সহ আশেপাশের বহু এলাকা জলের তলায়। নদীবাধ ভেঙে প্লাবিত হয়েছে বহু গ্রাম। বুধবার হুগলির খানাকুলে বন্যা প্লাবিত এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আকাশপথে ঘুরে দেখবেন সবকিছু। কথা বলবেন দুর্গতদের সাথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *