নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: রাজ্যে গত সপ্তাহ থেকেই বিভিন্ন জেলায় চলছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। বুধবারও বৃষ্টি হবে রাজ্যের বিভিন্ন জেলায়। বিশেষ করে উত্তরবঙ্গে আজ থেকে ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

পূর্বাভাসে বলা হয়েছে ,প্রবল বৃষ্টির ফলে বাড়বে নদীর জলস্তর। উত্তরবঙ্গের একাধিক জেলায় নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার ও পার্বত্য এলাকা ধস নামার আশঙ্কা রয়েছে।

একইসাথে আবহাওয়া দফতর জানিয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের গাঙ্গেয় জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে।

বুধবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ,কোচবিহার সহ উত্তরবঙ্গের জেলাগুলোতে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ উত্তরের নিচের জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

উত্তরপ্রদেশ থেকে বিহার-অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। যার কারনেই আগামী চারদিন বৃষ্টি হবে উত্তরবঙ্গে।

দক্ষিণবঙ্গে কাল থেকে নদীয়া,মুর্শিদাবাদ ও বীরভূমে বাড়বে বৃষ্টির সম্ভাবনা। একইসাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস ,যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৭ ডিগ্রি,যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্প থাকায় আদ্রতা জনিত কারণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।