নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ২০২১ সালে বিশ্বজুড়ে মানুষ সাক্ষী হবেন দুটি চন্দ্রগ্রহনের । তার মধ্যে প্রথম চন্দ্রগ্রহন হবে আজ বুধবার । এটি হবে পূর্ণ চন্দ্রগ্রহন । ভারতীয় সময় অনুযায়ী ২:১৭ মিনিটে শুরু হয়ে সন্ধ্যা ৭:১৯ পর্যন্ত থাকবে এই চন্দ্রগ্রহন ।
বুধবার হবে পূর্ণ চন্দ্রগ্রহণ এবং ভারতের পূর্ব দিকের রাজ্যের কিছু অংশে এবং পশ্চিম বাংলার কিছু অংশে, ওডিশার কিছু অংশ এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে অল্প কিছু সময়ের জন্য দেখা যাবে এই চন্দ্রগ্রহণ।
পশ্চিমবঙ্গ এবং ওডিশা রাজ্যে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে এই গ্রহণ দেখার সম্ভাবনা খুবই কম ।
পূর্ণ চন্দ্রগ্রহণকে মাঝে মাঝে “ব্লাড মুন” বলা হয় । এই সময় চাঁদের রং লালচে লাল রংয়ের হয়ে যায় ।২০১৯ এর ২১ জানুয়ারির পর এই প্রথম আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখবে বিশ্ববাসী ।
এই বছরের প্রথম চন্দ্রগ্রহণটি বেশ কিছু কারণে গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে সুপারমুন দেখা যাবে এবং সেই চাঁদ একেবারে রক্তের মতো লাল রঙের হবে। এমন অদ্ভুত সংযোগ বেশ কিছুকাল পরে দেখা যাবে পৃথিবীতে। বৈজ্ঞানিকরা বলছেন যে এটিকে সুপার লুনার ইভেন্ট বলা যায়।