‘ট্রেন-মেট্রো না চললে বাসের যাত্রী কোথা থেকে আসবে’,মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে কটাক্ষ করে মন্তব্য দিলীপের

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: রাজ্যে করোনা মোকাবিলায় জারি করা বিধিনিষেধ বাড়ানো হয়েছে ১৫ জুলাই পর্যন্ত। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে বিধিনিষেধ বাড়ানোর কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধিনিষেধ বাড়ানো হলেও ছাড় দেওয়া হয়েছে কিছু ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ট্রেন-মেট্রো বন্ধ থাকলেও ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানো যাবে। মুখ্যমন্ত্রীর এহেন সিদ্ধান্তের সমালোচনা করেছে রাজ্য বিজেপি।

মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন,”যদি শহরকে স্বাভাবিক করতে হয় তাহলে ট্রেন-মেট্রো চালাতে হবে। বাসের যাত্রী কোথা থেকে আসবে, যদি ট্রেন-মেট্রো না চলে? উনি একদিকে উপনির্বাচন চাইছেন, ভাবছেন স্বাভাবিক হয়ে গিয়েছে, করোনা চলে গিয়েছে, অথচ ট্রেন-মেট্রো চালাচ্ছেন না। আসলে এ জন্য দরকার সুনির্দিষ্ট পরিকল্পনার। রাজ্য সরকারের সেই পরিকল্পনার অভাব রয়েছে। সব মানুষের আয়ের পরিমাণ কমে যাচ্ছে। সে জন্য লোকাল ট্রেন যতক্ষণ না চলছে ততক্ষণ কিছুই স্বাভবিক হবে না।”

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ১ জুলাই থেকে সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা থাকবে সেলুন এবং বিউটি পার্লার। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা থাকবে সবজি ও মাছের বাজার। আর অন্য দোকান খোলা থাকবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। ৫০ শতাংশ লোক নিয়ে সকাল ৬ টা থেকে সকাল ১০টা এবং বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত দু’দফায় খোলা যাবে জিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *