কৃষ্ণনগর: প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হল রাজ্যের ১০৭ টি পৌরসভার পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার ২৫ টি ওয়ার্ডের ভোটের ফলাফল। ২৫ টি ওয়ার্ডের মধ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে আসল ১৬ টি ওয়ার্ড। রাজ্যের বিরোধী দল বিজেপির ঝুলিতে পড়লো ১ টি ওয়ার্ড। জাতীয় কংগ্রেস পেল ৪ টি এবং নির্দলের ঝুলিতে পড়লো ৪ টি ওয়ার্ড।
একনজরে দেখে নিন নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার ২৫ টি ওয়ার্ডের ভোটের ফলাফল
1নং ওয়ার্ড,নির্দল প্রার্থী অসিত সাহা জয়ী, 220 ভোটে
2নং ওয়ার্ড,তৃণমূল প্রার্থী সুমিতা বিশ্বাস দাস 22ভোটে জয়ী,
3নং ওয়ার্ড,তৃণমূল প্রার্থী মিলন ঘোষ জয়ী 565 ভোটে,
4নং ওয়ার্ড নির্দল প্রার্থী অসীম কুমার বিশ্বাস জয়ী
5নং ওয়ার্ড তৃণমূল প্রার্থী অর্পিতা চক্রবর্তী জয়ী,
6নং ওয়ার্ড কংগ্রেস প্রার্থী,দেবানন্দ শর্মা জয়ী,
7নং ওয়ার্ড তৃণমূল প্রার্থী গৌতম মালাকার জয়ী,
8নং ওয়ার্ড তৃণমূল প্রার্থী প্রগতি চৌধুরী জয়ী
9নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী রিতা দাস জয়ী,
10নং ওয়ার্ড তৃণমূল প্রার্থী,এক্স পুরপ্রধান অসীম সাহা জয়ী,
11নং ওয়ার্ড বিজেপি প্রার্থী বর্ণালী গুই দত্ত,মাত্র 11 ভোটে জয়ী,
12নং ওয়ার্ড তৃণমূল প্রার্থী প্রদীপ (মলয়) দত্ত জয়ী,
13 নং ওয়ার্ড তৃণমূল প্রার্থী শিশির কর্মকার জয়ী,
14 নং কংগ্রেস প্রার্থী শান্তশ্রী সাহা জয়ী,
15নং ওয়ার্ড তৃণমূল জয়ী, এক্স পুরপ্রশাসক নরেশ দাস 84 ভোটে,
16নং ওয়ার্ড নির্দল প্রার্থী সুমিত ঘোষ জয়ী,
17নং ওয়ার্ড কংগ্রেস প্রার্থী মনিকা কর জয়ী,
18নং ওয়ার্ড তৃণমূল প্রার্থী আবুলহোসেন বিশ্বাস জয়ী,
19নং ওয়ার্ড তৃণমূল প্রার্থী সৌগত কৃষ্ণ দেব জয়ী,
20নং ওয়ার্ড কংগ্রেস প্রার্থী উজ্জ্বলা ঘোষ জয়ী,
21নং ওয়ার্ড তৃণমূল প্রার্থী বুলবুল সরকার,55 ভোটে জয়ী,
22নং ওয়ার্ড কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী অয়ন দত্ত জয়ী,
23নং ওয়ার্ড তৃণমূল প্রার্থী শুভ্রা দাস জয়ী,
24 নং ওয়ার্ড তৃণমূল প্রার্থী প্রকাশ দাস জয়ী,
25নং ওয়ার্ড তৃণমূল প্রার্থী পলাশ দাস জয়ী।
উল্লেখ্য যদিও পুর নির্বাচনের আগে কৃষ্ণনগরে শাসক দলের গোষ্ঠী কোন্দল লক্ষ্য করা গিয়েছিল। যার জেরে দল চেড়েছিলেন অনেকেই। যাদের মধ্যে অনেকেই নির্দল না অন্যান্য দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ভোট জিতেছে। তবে এখন দেখার কৃষ্ণনগর পৌরসভায় কোন দল তাদের বোর্ড গঠন করেন।