কেন কলাইকুন্ডায় বৈঠকে উপস্থিত ছিলেন না আলাপন বন্দ্যোপাধ্যায়? কেন্দ্রের তরফে করা হয়েছে শোকজ

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আবারও উত্তাল বঙ্গ রাজনীতি । সোমবারই তিনি মুখ্যসচিবের পদ থেকে অবসর নিয়েছেন । অবসর নিয়েও রেহাই পাননি তিনি । আবারও আলাপন বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠালো কেন্দ্র । গত শুক্রবার কলাইকুন্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা রিভিউ মিটিংয়ে তিনি কেন উপস্থিত ছিলেন না? জানতে চাওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টার কাছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে তাঁর কাছে জবাব তলব করেছে কেন্দ্র। বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় এই নোটিসটি দেওয়া হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর সোমবার সন্ধ্যেতেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ নোটিশ পাঠিয়েছে কেন্দ্র ।

প্রসঙ্গত,গত শুক্রবার ইয়াস পরিস্থিতি পরিদর্শনে রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেইদিনই কলাইকুন্ডায় বৈঠক করেন তিনি । উল্লেখ্য সেই বৈঠকে উপস্থিত ছিলেন না রাজ্যের এই উচ্চ পদস্থ আমলা । শুক্রবার রাতেই আলাপনবাবুকে রাজ্যের মুখ্যসচিব পদ থেকে সরিয়ে দিল্লিতে কর্মীবর্গ বিভাগে কাজে যোগ দেওয়ার চিঠি দেয় কেন্দ্র। সোমবার সকাল ১০ টার মধ্যে তাকে দিল্লির নর্থ ব্লকে হাজির থাকতে নির্দেশ দিয়েছিল কেন্দ্র । ঘটনাচক্রে সেই সোমবারই ছিল আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসরের দিন । বর্তমান রাজ্য সরকারের অনুরোধেই তার কর্মজীবন তিন নাস বাড়িয়েছিল কেন্দ্র ।তবে কেন তাকে দিল্লি দেখে পাঠানো হয়েছে,প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু যে পদে রাখার জন্য তাঁর চাকরির মেয়াদ বাড়ানো হয়েছিল, শুক্রবার সেই পদ থেকেই সরিয়ে দেওয়া হয় আলাপনবাবুকে। তাই আর এক্সটেনশন না নিয়ে সোমবারই চাকরি থেকে অবসর নেন আলাপনবাবু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নিয়োগ করেন নিজের মুখ্য উপদেষ্টা হিসেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *