নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: অবশেষে ফিরছে শীতের আমেজ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দুদিন কমবে রাতের তাপমাত্রা। দক্ষিনবঙ্গ ও উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা কমবে ৩ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি।

আবহাওয়া দফতর জানিয়েছে এই মুহূর্তে রাজ্যে কোনো দুর্যোগের সতর্কতা নেই। তবে তাপমাত্রা কমবে দুইদিন পর। এর পরে আর কোনো পরিবর্তন হবে না।

শনিবার থেকে কলকাতার আকাশ ঝাকবে পরিষ্কার। আগামী কয়েকদিন কলকাতার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে।

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাববিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

গত ২৪ ঘণ্টায় বাতাসে সর্বোচ্চ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে ৯০ এবং ৯১ শতাংশ।

আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যেমন উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রামে আবাহাওয়া শুষ্ক প্রকৃতির থাকবে।