আমফানের এক বছরের মধ্যেই বাংলা জুড়ে আছড়ে পড়তে চলেছে ‘যশ’কবে হবে ঝড়?কবে থেকে বৃষ্টি শুরু?

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: গত বছর ঠিক এই সময়তেই আমফানের তান্ডবলীলা দেখে উপকূল এলাকা তথা পশ্চিমবঙ্গ বাসী । আর আমফানের ঠিক এক বছরের মধ্যে আরও এক ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে ভয়ভীত পূর্ব উপকূলের এলাকাবাসী ।সাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় যশ(yash)।আজ পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,আগামী সোমবার নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে । সম্ভবত বুধবার আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বাংলার উপকূলে ।

এদিকে, গত কয়েকদিন থেকেই গা জ্বালানি গরমে হিমশিম খাচ্ছেন বঙ্গবাসী। বৃষ্টির দেখা নেই। ভোর হতে না হতেই চড়া রোদে নাজেহাল অবস্থা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, ২৫ মে থেকে রাজ্যের উপকূলবর্তী জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে পরবর্তী সময়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে।২৩ মে থেকে মৎস জীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । যারা সমুদ্রে রয়েছেন ,তাদেরকেও ফিরে আসতে বলা হয়েছে ।

উল্লেখ্য আগামীতে ঘটতে চলা এই ঘূর্ণিঝড়ের নাম রেখে ওমান । এই ঝড়ের নাম যশ(yash)।পারসি ভাষা যশ এর মানে দুঃখ ।ভারত, বাংলাদেশ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা-সহ ১৩টি দেশ নিয়ে গঠিত কমিটি এই নাম ঠিক করেছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, যে মহাসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়, তার অববাহিকায় থাকা দেশগুলি নামকরণ করে। পৃথিবীতে মোট ১১টি সংস্থা ঝড়ের নাম ঠিক করে। ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন ও ইউনাইটেড নেশনস ইকোনমিত অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়ার সদস্য দেশগুলি ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু করে। যশের পর আরও যে ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা হয়েছে, সেগুলি হল গুলাব, সাহিন, জাওয়াদ, অশনি, সীতরাং, মানদৌস, মোচা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *