Zika Virus: করোনার উপদ্রবের মাঝেই হানা দিল জিকা ভাইরাস,Bকেরলে মিলল প্রথম সংক্রমন

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: একে দেশজুড়ে অব্যাহত করোনার তান্ডব,তার উপর হঠাৎই জুড়ে বসেছে জিকা ভাইরাস। কেরলে এক অন্তঃসত্ত্বা মহিলার শরীরে মিলল জিকা ভাইরাস(Zika virus) উপস্থিতি। বৃহস্পতিবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, ‘তিরুঅনন্তপুরমের ১৩ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর দেহে জিকা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় তাঁদের নমুনা পুণের ন্যাশনাল ইনস্টিটিউট ইফ ভাইরোলজিতে পাঠানো হয়। সবারই নমুনা রিপোর্ট এসেছে। তাঁরা জিকা ভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।’

গত ২৮ শে জুন গায়ে ধুম জ্বর ও মাথাব্যথা, গায়ে লাল দাগ নিয়ে ভর্তি হন হাসপাতালে। যদিও এখন তাঁর অবস্থা স্থিতিশীল। ৭ জুন সন্তানেরও জন্ম দিয়েছেন ওই যুবতী। কেরলের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সম্প্রতি ওই মহিলার অন্য রাজ্যে থেকে যাননি। ইতিমধ্যে সর্তকতা জারি করা হয়েছে ওই জেলায়। 

উল্লেখ্য, মশার কামড়ের মাধ্যমে ছড়ায় জিকা ভাইরাস। প্রথমে জ্বর, শরীরের বিভিন্ন অংশে র‌্যাশ, গাঁটে গাঁটে যন্ত্রণা, চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা যায়। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অনেকে পঙ্গুও হয়ে গিয়েছেন। এডিস মশা থেকে ছড়িয়ে পরে এই ভাইরাস। অতিরিক্তভাবে, যৌন সম্পর্কের সময় ছড়িয়ে পড়ে এই ভাইরাস। উগান্ডায় বানরদের মধ্যে প্রথম চিহ্নিত হয়। পাঁচ বছর পরে জিকা মানুষের মধ্যে সনাক্ত করা হয়।  ১৯৬০ এর দশক থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।গর্ভবতীরা এই ভাইরাসে আক্রান্ত হলে সন্তান অনুন্নত মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করতে পারে। মূলত গর্ভবতী মহিলাদের জন্য মারাত্মক আকার নিয়ে ফেলে এই জিকা ভাইরাস। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *